নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে দায়ের করা দুটি মামলায় শোন এ্যারেষ্ট দেখিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরির আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার রিক্সাচালক তুহিন হত্যা মামলায় এবং হকার দুলাল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক মো: কাইয়ুম খান। তিনি বলেন, গত ৯ মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে পুলিশ নগরীর দেওভোগের বাসা থেকে গ্রেফতার করে। ওই দিন কোর্টের মাধ্যমে আইভীকে কাশিমপুর মহিলা কারাগারে প্রেরন করা হয়। তিনি বলেন, শনিবার সিদ্ধিরগঞ্জে মামলায় শোন এ্যারেস্ট দেখানো আগে কারাকৃর্তপক্ষের সহায়তায় ভার্চুয়ালি আদালতে হাজির হন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, শনিবার কাশিমপুর মহিলা কারাকর্তৃপক্ষের সহায়তায় মেয়র আইভী ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরির আদালতে হাজির করা হয়। এসময় তিনি হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্শন করেন। রাষ্ট্রপক্ষ সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় শোন এ্যারেস্ট দেখানোর আবেদন করে। শুনানিতে আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মেয়র আইভী শুধু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন না, তিনি বাংলাদেশের একজন আলোকিত মহিলা। মেয়র আইভীর বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি । তাই সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় শোন এ্যারেস্ট দেখানো না হলে আমরা কোন আইনানুগ পদক্ষে নিতে পারছি না।