স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং সদ্য সৃজিত নতুন পদগুলোতে দ্রুত নিয়োগের দাবিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সেমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন অনুষদের ডিন, প্রফেসর ড. মুর্শিদা খান, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক), প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেনসহ অনুষদের সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, ২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য ক্যাডারের জন্য ৩৯৫টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব উত্থাপন করা হয়। পূর্বের ২৪২টি পদসহ মোট ৬৩৭টি পদ অনুমোদনের লক্ষ্যে প্রস্তাবনায় বলা হয়, পদের জন্য অর্থ বিভাগের অনুমোদন ও বেতনস্কেল নির্ধারণ করে রাজস্ব বাজেট থেকে ব্যয় নির্বাহ করতে হবে। এছাড়া তিন বছরের মধ্যে ধাপে ধাপে নিয়োগ সম্পন্ন করার কথা থাকলেও, বিগত ১০ বছরে তা বাস্তবায়ন হয়নি।
ফিশারিজ অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী খায়রুল বাশার বলেন, “দেশে পুষ্টির চাহিদা পূরণে আমরা বড় ভূমিকা পালন করছি, অথচ সংশ্লিষ্ট অনেক সার্কুলারে আমরা আবেদন করার সুযোগ পর্যন্ত পাই না – এটা অত্যন্ত হতাশাজনক।”
আরেক শিক্ষার্থী নুরে জিহাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “অর্গানোগ্রামের দ্রুত বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিব।”
প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন বলেন, “বর্তমান অনেক পদ মূলত মাৎস্যবিজ্ঞান অনুষদের জন্যই নির্ধারিত, অথচ আমাদের শিক্ষার্থীরাই বঞ্চিত হচ্ছে – যা জাতির জন্য অশুভ বার্তা।”
অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান বলেন, “শিক্ষার্থীদের এ দাবি ন্যায়সংগত। দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
মানববন্ধনের আগে শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানো হবে বলে জানান আয়োজকরা।
মানববন্ধনের মাধ্যমে সারাদেশের মাৎস্যবিজ্ঞান সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা একযোগে ঐক্যবদ্ধভাবে তাদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।