বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

দৈনিক সংগ্রামের সাবেক বাঁশখালী সংবাদদাতা ও বাঁশখালী প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবদুল জব্বার আর নেই। তিনি গতকাল রোববার রাত ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মরহুম মোহাম্মদ আবদুল জব্বার উত্তর জলদী নেয়াজর পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, বাঁশখালী পৌরসভার স্থায়ী বাসিন্দা এবং মরহুম আবুল কাশেমের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।