কুষ্টিয়ায় স্মরণকালের সেরা বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে সকাল ৮টার দিকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড় থেকে বিশাল এই বিজয় র‍্যালিটি শুরু হয়।

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক হয়ে মজমপুর গেট অতিক্রম করে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা। এছাড়া বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বিজয়ের এই দিনে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

এ সময় কুষ্টিয়া জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।