যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. চঞ্চল গাজী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তার পিতা মো. মধু গাজী (৫২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিয়া গ্রামের ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে দীর্ঘদিনের পুরোনো বিরোধকে কেন্দ্র করে চঞ্চল গাজী ও তার পিতা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী রবিউল ইসলাম (৩৫), বিল্লাল হোসেন (৪০), মাহিম হোসেন (২৫) ও সাদ্দাম হোসেন (৪৫)-এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে চঞ্চল ও মধু গাজীর ওপর হামলা চালায়। এতে দুজনেই গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে চঞ্চল গাজী মারা যান। নিহত চঞ্চল গাজী এলাকার একজন তরুণ কৃষক ছিলেন বলে জানা গেছে। বর্তমানে গুরুতর আহত পিতা মধু গাজী হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।