বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : দীর্ঘ সতেরো বছরের ক্লান্তি দূর করে জনগণের আশানুরূপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই, ঈদের চতুর্থদিনে বাঁশখালীতে ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ.ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এক ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন আরও বলেন, বিগত দিনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। গণতন্ত্রকে উপেক্ষা করে দিনের ভোট রাতে, আমি এবং ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের নামে প্রহসন, দমন, পীড়ন, খুন-গুম, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ আরও কতো ক্লান্তিকর পরিস্থিতির শিকার হয়েছিল এদেশের মানুষ। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যে স্থিতিশীলতাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়নমূলক সফল কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি, এসময় ধর্ম উপদেষ্টা বলেন, আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। জনগণের আশানুরূপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিতে না পারলে এদেশের মানুষ আবারও জুলুম- নির্যাতনের শিকার হবে। তাই এদেশের মানুষকে জিম্মিদশা থেকে মুক্ত করতে দেশ ও দেশের মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করছে মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
এসএম শোয়াইবুর রহমানের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।