চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বাদে আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে শুরু হওয়া এই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রামকে একটি তারুণ্যনির্ভর, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. একেএম ফজলুল হককে বিজয়ী করে জনগণকে সেই পরিবর্তনের পথে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষ উন্নয়নের নামে বৈষম্য ও দুর্নীতির শিকার হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নগরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তরুণ সমাজকে সম্পদে পরিণত করা হবে। গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের কাছে আমাদের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে। আগামী ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করে সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গড়ে তুলবে।

গণমিছিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম ৯ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জনগণের ‘হ্যাঁ’ ভোট এখন সময়ের দাবি। তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। দাঁড়িপাল্লা প্রতীক সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে।

মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভয়ভীতি, প্রভাব ও বৈষম্যমুক্ত নির্বাচন হলেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণের সভাপতি এস এম লুৎফর রহমান,

নেজামে ইসলাম পাটির কোতোয়ালি থানা সভাপতি মুহাম্মদ ইসমাঈল, কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোছাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদসহ থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে করে দিদার মার্কেট হয়ে চকবাজার আলি খাঁ মোড় হয়ে জেলা গোলজার মোড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।