আশুলিয়া সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাটের শয়নকক্ষের তোশকের নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলীসহ মো. মাসুদ নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়া ষ্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে এসব উদ্ধার করা হয়। আটক মো. মাসুদ পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে।
র্যাব-৪ (সিপিসি-২)- এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া স্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয়।
এ সময় ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলী ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মাসুদ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। মাসুদ একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলী ও দেশীয় অস্ত্র রেখেছিলেন। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।