শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক অনুপস্থিত অবস্থায় অনভিজ্ঞ কর্মীর মাধ্যমে প্রসব করানোর চেষ্টা চলাকালে নবজাতকের মৃত্যু হয়েছে-এমন অভিযোগ তুলেছেন এক পরিবার। শনিবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল রাজি হাসপাতালে এ ঘটনার পর রাতেই নবজাতকের লাশ কোলে নিয়ে থানায় যান বাবা-মা ও স্বজনেরা। তাঁরা দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
আজুগিরচালা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্ত্রী শারমিন আক্তারকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ভাষ্যমতে, সিজারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ১৩ হাজার টাকার চুক্তিও হয়। কিন্তু ভর্তি হওয়ার পর জানা যায়, হাসপাতালটিতে সেদিন কোনো চিকিৎসকই উপস্থিত ছিলেন না। তবুও স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা চলতে থাকে।