সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গায় রোপা আমন ধানের চারা বিক্রির ধুম পড়েছে।এবারে প্রচুর বৃষ্টির পানি পাওয়ায় আনন্দে কৃষকরা জমিতে আমন ধানের আবাদ শুরু করেছে।
জমিতে বেশি হারে ফলন মিলবে এমন নানা জাতের ধানের চারা কৃষকেরা লাগাচ্ছেন।যাদের আমন ধানের চারা গজানোর জায়গা নেই তারা স্থানীয় হাটবাজার থেকে চারা কিনে ক্ষেতে রোপন করছে।সলঙ্গায় এক পণ ধানের চারা আড়াই থেকে তিনশো টাকায় কেনাবেচা হচ্ছে।এ হিসেবে এক মুঠো চারা তিন থেকে পোনে চার টাকায় কেনাবেচা হচ্ছে। রোপা আমন ধানের চারা বীজতলা থেকেই ব্যবসায়ীদের হাত হয়ে নিজস্ব চারা না থাকা কৃষকের কাছে যাচ্ছে বলে ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে ।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রোপা আমন মৌসুমে উপজেলায় ১১ হাজার ৫৭০ হেক্টর পরিমাণ জমিতে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার সলঙ্গা, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকার আবাদী মাঠে কৃষকেরা রোপা আমন ধানের আবাদ শুরু করেছেন। অনেক এলাকায় কৃষকেরা সেচ মেশিনে জমিতে পানি সেচ দিয়ে হালচাষ ও মই টেনে জমি তৈরীর পর ধান চারাতে শুরু করেছেন। সলঙ্গার গোজা গ্রামের মাঠে পাওয়ার টিলারে হালচাষ করতে দেখা গেছে।জানা গেছে, বেশীরভাগ কৃষক নিজস্ব বীজতলার চারা জমিতে লাগাচ্ছেন।এদিকে যাদের নিজস্ব চারা নেই তারা এলাকার যেসব হাট বাজারে ধান চারা কেনাবেচা হয় সে সব হাট থেকে পছন্দের ধান চারা কিনে জমিতে রোপন করছেন। সলঙ্গা বাজারের থানা মাঠে বিগত বছরগুলোর ন্যায় এবারেও ব্যবসায়ীরা রোপা আমন ধানের চারা বেচা বিক্রি করছেন ।