গাজীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব ২০২৫—নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ইনব্রিড ও হাইব্রিড সবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠান।

২০২৫-২৬ অর্থবছরে সবজি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের টেকসই উন্নয়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর সদর এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেন, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ হাসিবুল হাসান,অতিরিক্ত কৃষি অফিসার উম্মে সাবিহা তাসনিম এরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, কৃষি নির্ভর বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। কৃষকদের হাতে আধুনিক ও উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে একদিকে সবজি উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানে তিন শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বিভিন্ন সবজি বীজ ও সার বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা সরকারের এ সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শুধু বীজ ও সার বিতরণ নয়, মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।

সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই কর্মসূচি গাজীপুরের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।