বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আওতাধীন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) মহাব্যবস্থাপক (অপারেশনস) মো. মফিজুর রহমানকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. মফিজুর রহমান এ দায়িত্ব পালন করবেন। তিনি পিওসিএল-এর বর্তমান এমডি’র রুটিন দায়িত্ব গ্রহণ করবেন এবং বিপিসির সচিবের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর আগে, পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান পদত্যাগ করেন। ৪ মে থেকে ১০ মে পর্যন্ত ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর তিনি আর দেশে ফেরেননি। তার স্ত্রী সেখানে বসবাস করেন এবং স্ত্রীর অসুস্থতার কথা উল্লেখ করে ছুটিতে যান তিনি। কিন্তু নির্ধারিত সময় শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় ১৩ মে কোম্পানির বোর্ড সভায় তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।
বোর্ড চেয়ারম্যান ও সাবেক সচিব জাফর উল্লা খান তার অবস্থান জানতে চাইলে কোম্পানি সচিব জানান, তিনি ছুটিতে দেশের বাইরে আছেন। এ নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়। এর পরদিন ১৪ মে ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠান। এদিকে জানা গেছে, তার বিরুদ্ধে এলপি গ্যাস ও বিটুমিন বিপণনে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।