পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী পৌরসভার মেয়রপ্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান বলেছেন, “সংখ্যালঘু শব্দই থাকা উচিত নয়। রাষ্ট্রের মালিক সবাই। এদেশে মুসলমান-হিন্দু সবার অধিকার সমান।”

সম্প্রতি পটুয়াখালী পৌরসভায় দুর্গাপূজা উপলক্ষে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিয়ান বলেন, “পটুয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য শত বছরের। এর মতো দৃষ্টান্ত সারা বাংলাদেশে বিরল। এখানে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করেন, সুখ-দুঃখ ভাগাভাগি করেন। এই মিলনবন্ধন অটুট রাখা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এদেশে মসজিদে আজান হবে, মন্দিরে পূজা হবে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।

আমরা স্বাধীন, আপনিও স্বাধীন। কারও অধিকার খর্ব করা যাবে না। আমাদের ভূমি অফিসে যেমন এক পাশে মসজিদ, আরেক পাশে মন্দির সবাই যার যার ধর্ম পালন করছেন, কোনো সমস্যাও হচ্ছে না।”

এ সময় তিনি পটুয়াখালী পৌরসভার পাঁচটি পূজামণ্ডপে উপস্থিত ভক্ত-পুরোহিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক উপহার প্রদান করেন। পাশাপাশি তাঁর উদ্যোগে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে নারী-পুরুষদের মাঝে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।