চট্টগ্রামে পৌনে ১৩ লাখ ভারতীয় সিগারেটসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সকালে হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- শওকত আকবর (৩৪) ও মো. বাদশা (২৬)। তাদের বাড়ি রাঙামাটি জেলায়।
চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা জানায়, পিকআপে তল্লাশি করে বিদেশি অরিস, মন্ড এবং এক্সওএস ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। এতে মোট ১২ লাখ ৭৬ হাজার সিগারেট আছে। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ সিগারেটের দাম প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসব সিগারেট ভারত থেকে সীমান্তপথে প্রথমে রাঙামাটিতে আনা হয়। এরপর সেগুলো চট্টগ্রামে আনা হচ্ছিল বাজারে ছাড়ার জন্য। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেগুলো জব্দ করেছি। এখন গ্রেফতার দুই জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সিগারেট চোরাচালানের আরও তথ্য সংগ্রহ করব। উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।