বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা বিগত দিনে হজ¦ গমনে সুবিধা পেলেও এবারে পাচ্ছেন না। ফলে হজে¦ গমন ইচ্ছুক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা বেকায়দায় পড়েছেন। নিয়মতান্ত্রিক উপায়ে অবসর সুবিধার টাকা না পেয়ে হজে¦র জন্য প্রাক নিবন্ধনের টাকা জমা অনেকে দিয়ে হজে¦ গমনে বাঁকি টাকা জোগাড় করতে হিমসিম খাচ্ছেন। টাকা সংগ্রহ করতে না পেরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সোনারগাঁও রোড (পলাশী-নীলক্ষেত), ব্যানবেইস ভবন, ঢাকায় বার বার ধর্ন দিচ্ছেন। প্রতি বছর বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা হজে¦র উদ্দেশ্যে দ্রুত কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বিশেষ আবেদন ফরম পুরন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সময়ের মধ্যে আবেদন করার সুযোগ থাকতো। কিন্তু এবারে হজে¦র টাকা প্রাক নিবন্ধন শেষে চূড়ান্ত টাকার প্রদানের সময় শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। ইতি মধ্যে শেষ সময় পর্যন্ত অবসর সুবিধা বোর্ড কোন পদক্ষে না নেয়ায় হজে¦ গমন ইচ্ছুক ও সাধারণ শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সুবিধা বঞ্চিত হজ¦ গমনে ইচ্ছুক রাজশাহীর বাগমারার গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসর শিক্ষক আফাজ্জল হোসেন জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা বিগত দিনে হজ¦ গমনে সুবিধা দেয়ার প্রতিশ্রুতির সূত্র ধরে টাকা পাবার জন্য আবেদন করে কোন সুবিধা পাচ্ছেন না। উপজেলার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আকরাম হোসেন বলেন, ইচ্ছা থাকা সত্বেও এবারে হজে¦ যেতে পারছি না। প্রতি বছর কল্যাণ ট্রাস্ট্রের টাকার মাধ্যমে টাকা পেলে হজে¦ যাবার সুবিধা ছিল কিন্তু এবারে কল্যাণ ট্রাস্ট কর্তৃক সেই সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। একই ভাবে ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান সুবিধা পাবার জন্য আবেদন সুযোগ পাননি বলে দাবি করেন। তিনি আক্ষেপ করে বলেন, শিক্ষক-কর্মচারীদের মাসের পর মাস বছরের পর বছর টাকা কেটে নেয়ার ফ্রান্ডে সঞ্চিত করা হয়। তাদের সারা জীবনের সঞ্চিত কল্যাণ ও অবসর বোর্ডের টাকা দিয়ে হজ¦ করতে চান। এটা নিয়ে গড়িমসি কাম্য নয়। সময় মত টাকা না পেলে অনেকেই হজে¦ যাওয়ার শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলেন। এসব বিবেচনায় নিয়ে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ এসব শিক্ষকের জন্য বিশেষ ব্যবস্থায় কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করে থাকেন। তবে এবারে না দেয়ায় তাদের মত কয়েক শত শিক্ষক সারা জীবন পড়ান, অবসরে এসে নিজের টাকা পেতে ভোগান্তিতে হজ¦ ইচ্ছুকরা হজে¦ যেতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। বিষয়টির হাইকোর্টের নির্দেশনায় অবসরের ৬ মাসের মধ্যে সুবিধা প্রদানের রায় প্রকাশ থাকলেও যদিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও তহবিলের সংকটে টাকা পেতে বিলম্ব হচ্ছে বলে জানানো হয়।