শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪Ñ২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের অধিভুক্ত ইংরেজি এবং আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি কোনো নারী শিক্ষার্থী। ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইংরেজিতে ন্যূনতম ৬০ নম্বর পাওয়ার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোন নারী শিক্ষার্থীও এই দুই বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সাথে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র।
জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হলেও শর্তের জটিলতায় প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। তাই নারী শিক্ষার্থীদের কোটা পূরণ করতে শর্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।
এ বিষয়ে প্রো-ভিসি(শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ইংরেজি ও আইন বিভাগের ক্ষেত্রে নির্ধারিত ৬০ শতাংশ নম্বরের শর্তটি বাস্তবতার নিরিখে কিছুটা বেশি হয়ে গেছে। বর্তমান ফলাফল বিবেচনায় রেখে আমরা ৫৫ শতাংশ নম্বর থেকে বিষয়টি পুনরায় পর্যালোচনা করার কথা ভাবছি। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগের ভর্তিতে ৫০ শতাংশ নারী ও ৫০ শতাংশ পুরুষ শিক্ষার্থী ভর্তি নেয়া হয়।