টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০টিরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টার পরে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফের লেদা এলাকার ২৪ নম্বর ক্যাম্পের হেড মাঝি আমিনুল্লাহ জানান, হঠাৎ রাত ১০টার পরে এফ ব্লকে আগুন লেগে প্রায় ৪০টির উপরে ঘরবাড়ি পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণ এসেছে এবং প্রশাসনের অনেকে কাজ করছেন। তবে কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে করছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।