ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বড় গড়িয়ালা গ্রামের বাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ি নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খননকালে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তু দুটিকে হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে। পরে যৌথ বাহিনীকে অবহিত করা হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে বাড়ির নির্মাণকাজ শুরুর সময় শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেড দুটি দেখতে পায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকৃত গ্রেনেড দুটি বর্তমানে সদর থানার হেফাজতে রয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে পরবর্তীতে এগুলো নিষ্ক্রিয় করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।