৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ‘রান ফর ভিক্টরি উইথ শিবির–২৫' শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং বিজয়ের চেতনাকে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রশিবির সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিজয়ের ইতিহাস ও মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সুস্থ সংস্কৃতি, শৃঙ্খলা ও ইতিবাচক কর্মসূচির কোনো বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, বিজয়ের চেতনাকে ধারণ করে শারীরিক সক্ষমতা, নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তায় বলীয়ান প্রজন্ম গড়ে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এমন আদর্শিক ও গঠনমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।