খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বর্তমানে খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন অংশের জন্য বৃষ্টির পরপরই জলাবদ্ধতা একটি বিশেষ সমস্যা। আশার কথা হচ্ছে এটি নিরসনে গৃহীত কিছু উদ্যোগ স্বল্প পরিসরে হলেও জনদুর্ভোগ কমিয়েছে। সমস্যাটি স্থায়ী সমাধানে করণীয় বিষয়গুলো নিয়েও ভাবা হচ্ছে। বিল ডাকাতিয়া অধ্যুষিত ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা লাঘবে শোলমারী স্লুইস গেট খুলে দেওয়া ও পানি অপসারণে পাম্প স্থাপন করা হয়েছে। এখন রোপা আমনের মওসুমে আমাদের চেষ্টা থাকবে জলাবদ্ধতা পরিস্থিতি হতে উত্তরণ করে সর্বোচ্চ পরিমাণ জমিকে রোপা আমন চাষের আওতায় আনার।

ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক সভায় জানান, দেশে কোভিড ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। ডেঙ্গু প্রতিরোধে টব, ডাবের খোসা, পুরাতন টায়ার-সহ কোন পাত্রে পানি বেশি সময়ের জন্য জমতে দেওয়া যাবে না। কারণ, ডেঙ্গু বিস্তারকারী মশা এসকল স্থানেই বংশ বিস্তার করে। আগামী অক্টোবর মাস থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টাইফয়েডের টিকা প্রদান শুরু হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করা দরকার।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী জানান, যারা ২০২৬ সালে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক তাদের প্রাক-নিবন্ধন চলছে।