নাটোরের নলডাঙ্গায় ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার হলুদঘর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিয়াজুল ইসলাম যমুনা ইলেকট্রনিক্সের একজন জোনাল ম্যানেজার। তিনি ব্রহ্মপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি নলডাঙ্গা উপজেলার হলুদঘর জাঙ্গালপাড়া গ্রামে। তিনি আক্কাস আলীর ছেলে। এছাড়া তিনি সেনাবাহিনীর সার্জেন্ট রিমনের ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা রিয়াজুল ইসলামের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। হামলার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আযম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।