মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগরে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল ও টেক্সটাইল রঙ মিশ্রণের মাধ্যমে টমেটো সস এবং বিভিন্ন ধরনের জুজ ও পানীয় তৈরীর একটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া ইউনিয়নের (৫নং ওয়ার্ড) পান্তি বাজার থেকে পাঁচকুরিয়া বাজারে যেতে এলজিইডি’র স্থাপিত ২নং মাইল ফলক বরাবর পাকা রাস্তার দক্ষিণ পাশে সাইনবোর্ড বিহীন দীর্ঘদিন ধরে এই অবৈধ কারখানাটি চলমান রয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে কারখানার মালিক রাকিবুল ইসলাম (৩০) কোম্পানী ও বিএসএসটিআই অনুমোদন ব্যতীত সাইনবোর্ড বিহীন এই কারখানাটি দীর্ঘদিন ধরে কুমিল্লা মহানগরের টমছম ব্রীজ এলাকাসহ মুরাদনগরের উল্লেখিত ঠিকানায় স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই ভেজাল খাদ্য তৈরী করে দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে এসেছে৷ এসব ভেজাল পানীয় ও সস বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাবারের সাথে খেয়ে মৃত্যু ঝুকিতে পরছেন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। কারখানার মালিক রাকিবুল ইসলামকে না পাওয়া গেলেও কারখানায় প্রোডাকশনকালে অসংখ্য শ্রমিক পাওয়া গিয়েছে। এক শ্রমিক জানান তিনি কারখানা মালিক রাকিবুল ইসলামের কথামতো এই ক্ষতিকর টেক্সটাইল রঙ ও কেমিক্যাল দিয়ে সস ও পানীয় তৈরী করেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সসের বোতল, কন্টিন ও বিভিন্ন প্রকারের পাণীয় এর গায়ে বিএসটিআইয়ের লগো সহ একেক প্রোডাক্টে একেক কোম্পানীর নাম লিখা রয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রাকিবুল ইসলাম ঢাকা থেকে বিভিন্ন নামে বে-নামে কোম্পানীর বোতল ও স্টিকার সংগ্রহ করে ওই বোতলে সস সহ বিভিন্ন প্রকারের পানীয় তৈরী করে অবৈধভাবে বাজারতাজ করছে। যা রাষ্ট্রীয় আইন পরিপন্থী ও মানব শরীরের জন্য মারাত্মক হুমকি সরূপ। এবিষয়ে জানতে কারখানা মালিক রাকিবুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি অনেক দূরে আছেন বলে ফোন বন্ধ করে দেন। খুব দ্রুত অবৈধ এই কারখানা বন্ধ করে এর মালিক রাকিবুল ইসলামকে আইনের অওতায় নিয়ে আসার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
গ্রাম-গঞ্জ-শহর
মুরাদনগরে কেমিক্যাল ও টেক্সটাইল রঙ দিয়ে তৈরি হচ্ছে টমেটো সস ও বিভিন্ন পানীয়
মুরাদনগরে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল ও টেক্সটাইল রঙ মিশ্রণের মাধ্যমে টমেটো সস এবং বিভিন্ন ধরনের জুজ ও পানীয় তৈরীর একটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া গিয়েছে।
Printed Edition
