দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার হোমনায় শ্রীমদ্দি গ্রামের জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন—হোমনা সরকারি ডিগ্রি কলেজ থেকে একটি বাইপাস সড়ক নির্মাণ—অবশেষে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এই খবরে এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন মরহুম আব্দুল জলিল চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বকর সিদ্দিক লিটু। তাঁর আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও দূরদর্শী উদ্যোগের ফলেই সড়কটির কাজ বাস্তব রূপ পেতে যাচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন। প্রস্তাবিত এই সড়কটি হোমনা সরকারি ডিগ্রি কলেজ এলাকা থেকে শুরু হয়ে পশ্চিম শ্রীমদ্দির চিতা শাল সংলগ্ন লটিয়া সড়কের সঙ্গে সংযুক্ত হবে। সড়কটি নির্মিত হলে শ্রীমদ্দি গ্রামের যোগাযোগ ব্যবস্থায় আসবে উল্লেখযোগ্য পরিবর্তন। দ্রুত ও সহজ যাতায়াত নিশ্চিত হওয়ায় এলাকাবাসী সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।এলাকাবাসীর মতে, এই সড়ক চালু হলে কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে, যাতায়াতে সময় ও খরচ কমবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। ফলে গ্রামের অর্থনৈতিক কর্মকা-ে নতুন প্রাণ সঞ্চার হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা ও জরুরি সেবায় দ্রুত যাতায়াত নিশ্চিত হয়ে শ্রীমদ্দি গ্রামের সার্বিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামবাসীর অভিমত, এই সড়ক শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়—এটি শ্রীমদ্দি গ্রামের উন্নয়নের একটি শক্তিশালী সোপান।