মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

রবিবার সকাল ১০ টায় সাটুরিয়া উপজেলা চত্বরে ইউএনও এবং শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করে ছনকা চরের এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ। চরের স্কুল চরেই থাকবে-স্থানান্তর করতে দেব না স্লোগানে মুখরিত উপজেলা চত্বর।

জানা গেছে, বরাইদ ইউনিয়নটি ধলেশ্বরী নদী দ্বারা বেষ্টিত। এ ইউনিয়নে ছনকা গ্রামের আশেপাশে আর কোনো বিদ্যালয় না থাকায় ২০১৫ সালে সর্বস্তরের জনসাধারণের সুবিধার্থে ছনকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এতে ওই এলাকার দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়, এমপিওভুক্তি হবার পর হতে একটি মহল বিদ্যালয়টি স্থানান্তরের জন্য পায়তারা করছে। ধলেশ্বরীর পশ্চিম পার্শ্বে সাটুরিয়া উপজেলার শেষ প্রান্তে সরানোর প্রক্রিয়া করে।