নেত্রকোণা সংবাদদাতা : পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত “ ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক তথ্য অধিকার বিষয়ক এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন - অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার প্রমুখ।

বক্তারা জানান - পরিবেশ বিষয়ক তথ্যের সহজলভ্যতার এবং সঠিক ও একনিষ্ঠ তথ্য সরবরাহের উপরে আলোচনায় গুরুত্ব দেয়া হয়।

পুরস্কার বিতরণী

ফটিকছড়ি

আল-নুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১০ম তম নুর মেধাবৃত্তি (ফটিকছড়ি জোনের) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান প্রিন্সিপাল রায়হানুল আনোয়ার রাহীর সভাপতিত্বে বোর্ডের সদস্য মোঃ মাসুদুল ইসলাম মাসুদ ও ওমর ফারুক শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নুর মেধাবৃত্তি বোর্ডের পরিচালক সাংবাদিক এইচ.এম. সাইফুদ্দীন।

বিশ্ব জলাতঙ্ক দিবস

গৌরনদী (বরিশাল) : জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে, এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রর্‌্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সকালে রর্‌্যালী বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। রর্‌্যালী শেষে উপজেলা ভেটারিনারী সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, প্রাণী পালনকারী মারিয়া ইসলাম নিশা, আঞ্জুমান আরা রিমুসহ অন্যান্যরা।

মানববন্ধন

আত্রাই (নওগাঁ)

নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আত্রাই উপজেলা বাসি।

জেলা প্রশাসক গোল্ডকাপে

মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করেছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে তারা চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মনোযোগ ধরে রাখে। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মতলব উত্তর একটি সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের একমাত্র গোলটি করে। বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব উত্তর।

এই জয়ের মাধ্যমে আসন্ন ফাইনালে মুখোমুখি হবে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। প্রতীক্ষিত ফাইনালটি আগামী শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শিশু আইন বিষয়ক সেমিনারে

ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারে গত ২৭ সেপ্টেম্বর শনিবার ‘শিশু আইন, ২০১৩ঃ সংশয়, বিভ্রান্তি ও অসংগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শহরের জেলা ও দায়রা জজ আদালতের হল রুমে আইন কমিশন এর সেমিনারের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

আলোচক ছিলেন আইন কমিশনের সদস্য অধ্যাপক নাইমা হক।