বদলীর আদেশের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও এখনো কুমিল্লার মায়া ছাড়তে পারেন নি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম কুদ্দুছ ভূঁইয়া। এখনো কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন শামীম কুদ্দুস ভূঁইয়া। এর আগে গত ২০ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে শামীম কুদ্দুস ভূঁইয়াকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব থেকে বদলী করে দিনাজপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৬ সেপ্টেম্বরের মধ্যে বদলীকৃত কর্মস্থলে ওই কর্মকর্তা যোগদান না করলে তাকে ৭ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।

কিন্তু, নির্ধারিত সময়ের ৭ দিন পেরিয়ে গেলেও শামীম কুদ্দুস ভূঁইয়া পুলিশ হেডকোয়ার্টারের এই আদেশের কোনো তোয়াক্কা না করেই বদলীকৃত স্থানের দায়িত্বে না গিয়ে পূর্বের কর্মস্থল কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। বদলীকৃত স্থানে না যাওয়ার কারণ জানতে মুঠোফোনে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি কোনো কথা বলতে পারবো না এই বিষয়ে।