একসময়ের ৪ দলীয় ঐক্যজোটে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। ফাটল ধরলে ষড়যন্ত্রকারীরা সফল হবে। এই অপচেষ্টা যাতে সফল না হয় এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিভিন্ন সংস্থা তাদের পেট্রোনাইজ করছে, কাউকে কিনে নিচ্ছে, ডেকে নিয়ে বুস্ট আপ করা হচ্ছে। নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তাছাড়া ১৭ বছর যে বিপদ ছিল, তার চেয়েও বড় বিপদ আসতে পারে।
সোমবার রাতে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন ম-ল এসব কথা বলেন। নগরীর নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়েতনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ষড়যন্ত্র চলমান এবং তা শক্তিশালী। আমাদের ভেতর ফাটল বা বিভেদের কোনো সুযোগ নাই, সবাইকে এক থাকতে হবে। ব্যক্তিগত চিন্তা সবার নাও মিলতে পারে, তবে জাতীয় স্বার্থে এক থাকতে হবে। তবেই দেশকে গণতান্ত্রিক ধারায় নিতে যেতে পারব। প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ্ সুফি মহিব্বুল আরেফিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন ম-ল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার এবং মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজির হোসেন, নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহমুদ হাসান শিশির প্রমুখ। নেত্রীবৃন্দ আরও বলেন সাংবাদিকদের প্রতি আমাদের ভালবাসা আজীবন থাকবে। আমাদের প্রতিপক্ষ খুবই শক্ত। তাদের পেছনের শক্তিও মজবুত।পরাজিতদের পেছনে শক্তিগুলো তাদের মোবিলাইজ করছে। তাদের বড় সংখ্যা বাংলাদেশে রয়েছে, বিভিন্ন সেক্টরে রয়েছে। কোনোভাবেই তাদের মুক্ত করা হয়নি। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এ সময় সাংবাদিক নেতারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপন, প্রসক্লাবের সহ- সভাপতি আবু সালে মোহা. ফাত্তা, নির্বাহী সম্পাদক সোহেল মাহবুব। রাজশাহী প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নির্বাহী পরিষদ, সাধারণ সদস্যসহ রাজনৈতিক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।