চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে ৩৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাংগঠনিক ঐক্য জোরদার ও মাঠপর্যায়ের কার্যক্রম বেগবান করার আহ্বান জানানো হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ওসমান গনি এবং সঞ্চালনা করেন থানা কর্মপরিষদ সদস্য মোজাম্মেল হক।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১১ আসনের পরিচালক মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন,
“চট্টগ্রাম-১১ আসনে জনগণের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ন্যায়, সততা ও আদর্শের রাজনীতির মাধ্যমে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, সদরঘাট থানা আমীর ও আসন সদস্য সচিব আবদুল গফুর এবং ইসলামী ছাত্রশিবির মহানগরী দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিব। তারা সবাই দায়িত্বশীলদের প্রতি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি শহিদুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড কর্মপরিষদ সদস্য সাহেদ আলী, ফখরুল ইসলাম, আবদুর রহিম বিশ্বাস, মিজান খান প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের জন্য জনগণ মুখিয়ে আছে। এই প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের নিষ্ঠা, ত্যাগ ও সংগঠিত প্রচেষ্টা অপরিহার্য।
সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কার্যক্রম আরও বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।