চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের উদ্যোগে গত বুধবার ১০টায় পৌর চত্বর থেকে র্যালি ও লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। যেখানে পৌর নাগরিককে ডেঙ্গুমুক্ত শহর গড়ার আহ্বান জানানো হয়। মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সচেতনতামূলক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। "নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি" এ স্লোগানের মধ্যদিয়ে আশেপাশে থাকা নাগরিকদের হাতে লিফলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদের সদস্যরা। র্যালি শেষে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ, হিসাব রক্ষক কর্মকর্তা আহসান হাবীব, সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, কনজারবেন্সী ইন্সপেক্টর রোজিবুল হক, পৌর কর্মচারী সংসদের সম্পাদক আব্দুল আজিজ খান প্রমুখ। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজসহ ডেঙ্গু নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস করার কার্যক্রম চলছে। নাগরিকের দায়িত্ব পৌরসভাকে সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। নিজের পরিবারসহ এলাকা পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাড়ির উচ্ছিষ্ট ময়লা ও যেখানে সেখানে ফেলা উচিত নয়, কারণ এতে পরিবেশ দূষিত হয়। নিজেদের সুস্থতার জন্য সবাইকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানানো হয়।