পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–-সাদুল্লাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন, “জনগণ আমাকে ভোট দিয়ে দায়িত্ব দিলে পলাশবাড়ী– সাদুল্লাপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক এলাকায় রূপান্তর করবো। উন্নয়ন হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে।”
গতকাল সোমবার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগ চলাকালে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু আরও বলেন, “এ অঞ্চলের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাত দীর্ঘদিন অবহেলিত। নির্বাচিত হলে গ্রামের রাস্তা-ঘাটের উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং স্কুল-কলেজে মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেব। প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে যুক্ত করা হবে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা নয়, উন্নয়নই হবে আমার রাজনীতি। দলের পরিচয়ে নয় গাইবান্ধা-৩ আসনের প্রতিটি মানুষই আমার আপনজন। জনগণের ভোটে বিজয়ী হতে পারলে আমজনতার পাশে থাকবো দিন-রাত।”
গণসংযোগে সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি সিরাজুল ইসলামসহ খোর্দ্দকোমরপুর ইউনিয়ন জামায়াতের আমীর-সেক্রেটারি ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।