চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জিয়া উদ্দিন আহমদের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদে জোহর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, ফখরে জাহান সিরাজী সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী, জামায়াত নেতা কামরুল হুদা, তাওহিদ আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভুঁইয়া প্রমুখ।