গাজীপুরে হাফ ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক কলেজছাত্রকে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছাত্র সিয়াম (১৯) স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে ওঠেন সিয়াম। তিনি পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় যাচ্ছিলেন। বাসে ওঠার সময় হাফ ভাড়ার দাবি করলে হেলপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হেলপার সিয়ামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যাওয়ার পর বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা ধাওয়া দিয়ে বাসটি আটক করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ এবং নিহতের লাশ উদ্ধার করে।

সদর থানার অফিসার ইনচার্জ, মেহেদী হাসান জানান, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

এই নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বাসচালক ও হেলপারদের অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।