নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বাম পায়ে শিকল বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে আব্দুল মজিদ (৫৯) নামে এ বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মজিদ বৃদ্ধ ত্রিশাল থানার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজানপাড়া গ্রামের আলতাব আলীর পুত্র। নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের রসুলপুর জামে মসজিদের পাশে জনৈক তারিকুলের দোকানের সামনে খড়ের ওপর বিছানো ছেঁড়া কাঁথায় ওই বৃদ্ধের লাশ পড়ে ছিল। তার পরনে ছিল লুঙ্গি ও সোয়েটার, পাশে পড়ে ছিল একটি কম্বল। এ সময় তার বাম পায়ে একটি লম্বা লোহার শিকল তালাবদ্ধ অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঈশ^রগঞ্জ ও নান্দাইলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। শনিবার বিকেলেও রসুলপুর গ্রামে তাকে অবস্থান করতে দেখা গেছে। রোববার ভোরে স্থানীয়রা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি মৃত। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তীব্র শীত বা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ জানান, গ্রাম পুলিশ মাজাহারুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।