গ্রাম-গঞ্জ-শহর
ডোমার উপজেলা আনসার ভিডিপি অফিসারের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ
জেলার ডোমার উপজেলা আনসার ভিডিপি অফিসার শ্রী নরেশ চন্দ্র রায় এর বিরুদ্ধে অনিয়মের নানান অভিযোগ উঠেছে। এর ফলে ভেঙ্গে পড়েছে উপজেলার শান্তিপ্রিয় বাহিনী আনসার ভিডিপি এর সেবা কার্যক্রম। এ নিয়ে উপজেলার সকল ভাতা ভোগী সদস্য সদস্যাগণ
Printed Edition
জেলার ডোমার উপজেলা আনসার ভিডিপি অফিসার শ্রী নরেশ চন্দ্র রায় এর বিরুদ্ধে অনিয়মের নানান অভিযোগ উঠেছে। এর ফলে ভেঙ্গে পড়েছে উপজেলার শান্তিপ্রিয় বাহিনী আনসার ভিডিপি এর সেবা কার্যক্রম। এ নিয়ে উপজেলার সকল ভাতা ভোগী সদস্য সদস্যাগণ আনসার ভিডিপি এর মহাপরিচালক ও জেলা কমান্ড্যান্ট বরাবর একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়ের করা অভিযোগে জানা যায়, বর্তমান উপজেলা আনসার ভিডিপি অফিসার শ্রী নরেশ চন্দ্র রায় এর স্ত্রী কল্পনা রানী দাস ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার। কল্পনা রানী দাস সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এ সময় নরেশচন্দ্র রায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি ডোমার উপজেলায় আসার জন্য নানাভাবে চেষ্টা করেন। এ সময়ে তিনি উপজেলার সকল ভাতা ভোগী সদস্য-সদস্যাদের ফোন মারফত নানাভাবে দেখে নেয়ার হুমকি দেয়া শুরু করেন। এ নিয়ে ভাতাভোগী সদস্যরা অনেকে জেলা কমান্ড্যান্টকে বিষয়টি জানায়। এরপরেও অদৃশ্য শক্তির জোরে সে গত ২৬.১১.২০২৪ ইং তারিখে ডোমার উপজেলায় বদলি হয়ে আসেন।
এ ব্যাপারে ডোমার উপজেলা আনসার ভিডিপি অফিসার শ্রী নরেশ চন্দ্র রায় সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে এ সকল ষড়যন্ত্র তিনি কোন অন্যায় করেন নি।
এ ব্যাপারে জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।