স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা তরুণদের মধ্যে কৃষি বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বারি'র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে প্রশিক্ষণ ও যোগাযোগ উইং-এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন কৃষি উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি'র মহাপরিচালক, ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। তিনি তরুণদের কৃষি উদ্ভাবন ও গবেষণার সাথে সম্পৃক্ত করতে বারি'র উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ), ড. মুহাম্মদ আতাউর রহমান। উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. আবদুর রাজ্জাক।
প্রদর্শনীতে বারি উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, কর্মসূচিটি তরুণদের কৃষি শিক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।