কক্সবাজারের রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামু বাইপাস ফুটবল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু চৌমুহনী চত্বরে সমাবেশ মিলিত হয়। রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন রামু উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আ.ন.ম হারুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ তৈয়ব উল্লাহ, পরিবহন জেলা সভাপতি মোঃ শাহজাহান, উপদেষ্টা সৈয়দ সোহরাব হোসেন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর‌্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।