গাইবান্ধা সদরের উত্তর গিদারী বারো টিকরী গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি ৮৫ গ্রাম গাজা জব্দ সহ কামাল হোসেন (৫০) নামে এক যুবক কে গ্রেফতার করেছে র্যাব। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
বিষয়টি গত রবিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ৪ কেজি ৮৫ গ্রাম গাঁজা জব্দ সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার কামাল হোসেন ওই গ্রামের মোঃ জয়নাল মিয়ার ছেলে।
র্যাব প্রাথমিক ভাবে জানতে পারে, দীর্ঘদিন ধরে মাদক কারবারি কামাল জেলার বিভিন্ন অজ্ঞাত ব্যক্তিদের কাছে থেকে মাদকদ্রব্য কিনে দেশের বিভিন্ন জায়গায় অপর মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয় সহ সরবারহ করে আসছে। তারা অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করে আসছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রন আইন-২০১৮ মামলা দায়ের করে জব্দ করা মালামাল সহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।