মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম মাছুম বলেছেন আওয়ামী লীগের শাসন আমল আইয়ামে জাহিলিয়াতের চেয়ে ভয়াবহ ছিল। যারা মানুষের অধিকার অন্যায়ভাবে হরণ করেছে, বছরের পর বছর মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, জামায়াত সেই সব মানুষের অধিকার পাই পাই করে ফিরিয়ে দিবে। সরকার সবচেয়ে বড় ভুল করেছে ৫ আগস্টের পরের দিন স্বৈরাচারের সকল কিছু বাতিল ঘোষণা না করে। সরকার যদি আন্দোলনকারীদের দিয়ে রাষ্ট্র গঠন করতো, আন্দোলনকারীদের দিয়ে সবকিছু সাজানো হত, তাহলে প্রতিবিপ্লবীরা, আওয়ামী লীগের দালালরা এখন হৈচৈ করতে পারত না। শনিবার মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে দিনব্যাপী রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, যারা অন্য দলের মতো দোকান ও প্রতিষ্ঠান দখল করে। এই ধরণের নিকৃষ্ট কাজে জামায়াতের কেউ শরীক হবে না এবং করতেও দেওয়া হবেনা। যারা এসব কাজে জড়িত হবে তাদের জামায়াতে কোন স্থান নেই। আমরা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মানুষের স্বার্থকে প্রাধান্য দেব। জামায়াতের রুকনরা এই সমস্ত কবীরা গুনাহের কাজে জড়িত হবেনা। তিনি আরও বলেন, ১৮ বছর যেই কাজটা এই দেশের রাজনৈতিক দলগুলো করতে পারেনি, দৃঢ়ভাবে মাঠে-ময়দানে অবস্থান করতে পারেনি ও স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারনি। ৫ই আগস্ট এবং এর আগে পরে ছাত্রজনতা যখন এই দৃঢ়তা প্রদর্শন করল, ময়দানে আসল, এক দাবিতে ময়দানে অবস্থান করল, তখন আল্লাহর ফেরেশতারা নাযিল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ পথে নেমে এলো। রাস্তাঘাটে হাঁটার মতো জায়গা ছিল না। আপনি ময়দানে দৃঢ়ভাবে অবস্থান করবেন আল্লাহর সাহায্য আসবেই। সেইদিন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের একজনও নেতাকর্মী ঘরে বসে ছিল না, শিশুসহ আবাল বৃদ্ধ-বণিতা সকলেই রাজপথে নেমে এলো। যার জন্য আল্লাহর সাহায্য এলো এবং স্বৈরাচারের পতন হল। জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইয়ামীর আলীর পরিচালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা আমীর আব্দুল মান্নান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি শাহ আলাউদ্দিন ও সৈয়দ তারেকুল হামিদ।
গ্রাম-গঞ্জ-শহর
আওয়ামী লীগের শাসন আমল আইয়ামে জাহেলিয়াতের চেয়ে ভয়াবহ ছিল -এটিএম মা’ছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম মাছুম বলেছেন আওয়ামী লীগের শাসন আমল আইয়ামে জাহিলিয়াতের চেয়ে ভয়াবহ ছিল। যারা মানুষের অধিকার অন্যায়ভাবে হরণ করেছে, বছরের পর বছর মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, জামায়াত সেই সব মানুষের অধিকার পাই পাই করে ফিরিয়ে দিবে।