বেসরকারি সংস্থা উন্নয়ন আয়োজিত উদ্যোক্তার পণ্য প্রদর্শন ও প্রচারণা মেলায় বক্তারা বলেছেন, আমাদের দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিয়ে দেশকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চাকরির জন্য নয়, বরং চাকরি দেয়ার জন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা তৈরীর জন্য এ ধরনের মেলার খুবই গুরুত্ব রয়েছে বলেও বক্তারা মন্তব্য করেন। সোমবার (২২ ডিসেম্বর ) সকালে নগরীর শহীদ হাদিস পার্কে দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন। উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) দিপঙ্কর দাস। উন্নয়নের আরএমটিপি প্রকল্পের মনিটরিং অফিসার আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান মানিক ও প্রভাষক মো. হাবিবুর রহমান। গেস্ট অব অনার ছিলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আরএমটিপি প্রকল্পের ভেলুচেইন সেক্টর স্পেশালিষ্ট মোহা. ইব্রাহিম আলম। দিনব্যাপি এ মেলায় খুলনাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত সাতটি এনজিওর অন্তত ১৬ টি স্টল স্থান পায়। এসব স্থলে উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়।