গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : তীব্র শীতে মানুষের শীত লাঘবে উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায় মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা প্রশাসন গত কয়েক দিনের শীতে মানুষ যখন নিস্তেজ হয়ে আসছিল ঠিক সে সময় মানুষের দুর্ভোগ লাঘবে গভীর রাতে ছুটে গেলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম এসময় তার সাথে ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান। এসময় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।