২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বগুড়ায় প্রথম সারিতে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে (২১) গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে এবং বগুড়া সরকারি শাহসুলতান কলেজের শিক্ষার্থী।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, সোমবার রাত তিনটার দিকে শাহবাগ থানা পুলিশ তাদের জানায় সাইবার নিরাপত্তা আইনে সাকিবকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে জেলা পুলিশের কাছে কোন তথ্য জানা নেই। এদিকে, জুলাইযোদ্ধা সাকিব খানের গ্রেফতারের খবরে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিকেলে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সাকিব খানের মুক্তির দাবীতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।