আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে রোববার রাতে জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মৌলভীবাজার পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার পৌর জামায়াত। সভায় জেলা, পৌরসভা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ এর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলার সাধারণ সম্পাদক মহিম দে মধু, জেলা সহ-সভাপতি অধ্যাপক দেবতোষ সিং চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আজিজ আহমদ কিবরিয়া, পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, জেলা শিবির সেক্রেটারি মুহসিন আহমদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা মোক্তাদির হোসাইন প্রমুখ।