গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আরেক সাহসী সদস্য প্রাণ হারালেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের (৩৭)।

খন্দকার জান্নাতুল নাঈমের পিতা-মাতার মূল নিবাস শেরপুর জেলায়। তিনি ২৪ আগস্ট ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালের ২৪ আগস্ট ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যুকালে তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক। কর্মস্থল ছিল সহকারী পরিচালকের দপ্তর ঢাকা-৮৭, সংযুক্ত টঙ্গী ফায়ার স্টেশন। তার পিএন নম্বর ছিল ১০০৪৮৮।

ঘটনার সূত্রপাত হয় ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে। অগ্নিনির্বাপণ কাজে অংশ নিয়ে খন্দকার জান্নাতুল নাঈম গুরুতর দগ্ধ হন (৪২% বার্ন)। দীর্ঘ কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৭ সেপ্টেম্বর)সকাল ১০ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে একই ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মী নুরুল ইসলাম ও শামীম এবং দোকান কর্মচারী বাবু হাওলাদার প্রাণ হারান। ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।