চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জনসংযোগ পক্ষ পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে হরিজন সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে ১ নম্বর কলোনির হরিজন পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী। প্রধান অতিথি অধ্যাপক মোখলেশুর রহমান বলেন, আপনাদের অনেক সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে দলটি সচেষ্ট রয়েছে। সবচেয়ে বড় সমস্যা আপনাদের আবাসনের। একটি বিশেষ টিম গঠন করে আপনাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত আদর্শিক দল হিসেবে নিজ দায়িত্ব থেকেই সারাদেশে ভিন্নধর্মাবলম্বীদের উপাসানালয় নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের নিরাপত্তায় জামায়াতের প্রতিটি কর্মী সর্বোচ্চ সামর্থ্য নিয়ে পাশে থাকবে। বিশেষ অতিথি হাফেজ গোলাম রাব্বানী বলেন, সবচেয়ে মূল পরিচয়, সবাই আমরা মানুষ। আপনাদের অবহেলার চোখে দেখা হয়না। ক্ষমতায় যায় বা না যায়, সবসময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। আপনারা সমাজকে পরিছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অথচ নিজেরাই বসবাস করছেন অমানবিক পরিবেশে। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনায় বসবো। এসময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড সেক্রেটারি আবু সায়েম, আসিক পারভেজ শাহীন, শবে মেরাজ ও ইয়াসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।