নেত্রকোনা সংবাদদাতা : নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নেত্রকোণা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা এর যৌথ উদ্যোগে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আছমা বাজার ও গোপালপুর বাজারে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ টি মামলা দায়ের করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী মেসার্স মাইনুদ্দিন ফকির স্টোর, আদিত্য স্টোর, আজিদ স্টোর, মেসার্স মা-বাবা স্টোর ও ভাই-বোন স্টোর নামক ৫টি দোকান থেকে আনুমানিক ৬ কেজি ৭০০ গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ৫,৫০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন জনাব মোঃ খবিরুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার, ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বারহাট্টা, নেত্রকোণা এবং জনাব শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বারহাট্টা, নেত্রকোণা। মোবাইল কোর্টে প্রসিকিউশান প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবদুল্লাহ আল মতিন। আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন বারহাট্টা থানা পুলিশের একদল চৌকশ সদস্যবৃন্দ। এছাড়াও বারহাট্টা উপজেলা, ভূমি অফিস ও পরিবেশ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
নেত্রকোনায় পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন