চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সম্পর্কে জানা জ্ঞানার্জন করা ফরজ। ইসলামের দাওয়াত ব্যাপকভাবে সাধারণ মানুষের নিকট পৌঁছাতে হবে। জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে, জামায়াতে ইসলামী একটি ইসলামী সংগঠন। রোববার জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে কাজ করে। একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ দল। জামায়াতে ইসলামী একধারে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক এবং সংস্কারমূলক দল। জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড শাখার উদ্যােগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, বায়েজিদ থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, জামায়াত নেতা জাফর আলম, সরওয়ার আলম ও ওসমান গণি প্রমুখ।