সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। জামায়াত চব্বিশের গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ করতে চায়। এদেশে আর কাউকে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের সুযোগ দেয়া হবে না। ক্ষমতার নামে জনগণকে শোষণ নয়, জনগণের একজন খাদেম হিসেবে কাজ করাই আমার লক্ষ্য।
তিনি বলেন, জামায়াতের মূল লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লবের পর জনগণের মনে পরিবর্তনের যে মনোবাসনা তৈরী হয়েছে সেটিকে গণজোয়ারে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সমৃদ্ধ সিলেট গঠন করতে চাই। সুষম উন্নয়নের মাধ্যমে সিলেটবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে আমাদের কর্ম প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রশিদের পরিচালনায় নগরীর মিরাবাজারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট -১ আসনের নির্বাচন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, সেক্রেটারি মুহাম্মদ মুহিব আলী ও সহকারী সেক্রেটারি এডভোকেট জুনেদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা এখলাছুর রহমান, আব্দুশ শহীদ জোয়ার্দার, শাহিদুজ্জামান চৌধুরী ও ১৫নং ওয়ার্ড সহ-সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ।