দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। শনিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে অধীনস্থ আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ক্রোফোর্টনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সময় স্থানীয় দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বই, খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম ও মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মিজান। ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং ২০০জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণকালে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা আর্তমানবতার সেবায় নিয়োজিত। হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিজিবি’র পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

ঝিনাইদহ সংবাদদাতা : তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়া অসহায় ও নি¤œ আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। শীতের কনকনে ঠান্ডায় কিছুটা স্বস্তি দিতে শনিবার সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে সংগঠনটির সদর উপজেলা শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা শাখার সভাপতি আহম্মেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু।

এসময় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য ডা. মুন্সী রেজা সেকেন্দার, কামরুজামান পিন্টু, রুহুল আমিন, এস এম তালেবুল ইসলাম, কাজী আতিয়ার রহমানসহ মানবাধিকার কর্মী সাইদুর রহমান বাদশা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকার শতাধিক ছিন্নমূল, নির্যাতিত ভিকটিম, গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

রাণীনগর (নওগাঁ) গত তিনদিন ধরে নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা ৯ডিগ্রির ঘরে অবস্থান করছে। দিনের বেলায় কিছু সময়ের জন্য নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা একটুও কমছে না। এছাড়া উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা আরো বাড়িয়ে তুলেছে। হাড় কাঁপানো কনকনে শীতে জবুথবু অবস্থা উত্তরের জেলা নওগাঁ অঞ্চলের মানুষের। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে অসহায়, গরীব, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা। অসহায় শীতার্ত মানুষদের একটু গরম কাপড়ের ছোঁয়া দিতেই নওগাঁর রাণীনগরে শীতবস্ত্র বিতরণ করেছে আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার উপজেলার শফিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি এস, এম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, শফিকপুর বি.এম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রাং, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের অন্যান্য সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অত্র অঞ্চলের শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় অতিথিরা বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষরা মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন নামক সামাজিক সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছেন এটি সত্যিই মহৎ একটি উদ্যোগ। আগামীতে শুধু শীতবস্ত্রই নয় সমাজের অসহায় ও গরীব মানুষদের কল্যাণে সকল ধরনের কাজ চলমান রাখার আহ্বান জানান অতিথিরা।

সভাপতি জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সহযোগিতার বার্তা নিয়ে ২০২০সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই অরাজনৈতিক ও সামাজিক সংগঠনটি। রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটি তার পথচলা শুরু করে। প্রতিবছরই বিভিন্ন দুর্যোগের সময় এই অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সংগঠনটি সাধ্যমতো সহযোগিতা করে আসছে। আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।