বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশ নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে অভিনন্দন জানাই। পরিবর্তনের জন্য দেশবাসী যা চিন্তা করছে তার একটা প্রতিফলন এখানে ঘটেছে।
গতকাল বুধবার বরিশাল নগরীর ইউরো কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল আরও বলেন, শুধুমাত্র বক্তব্য নয় সাদিক কায়েমরা ছাত্রদের জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। তারই একটা প্রতিফলন ভোটের মাধ্যমে আসছে। ভবিষ্যতেও যেন এমন কল্যানকামী ভূমিকা ছাত্ররা রাখে আর তার মধ্য দিয়ে যেন ছাত্র সমাজের পরিবর্তন আসে। সেই ধারায় যেন রাজনীতি পরিবর্তনের ধারা সুচিত হয় সেই আশা রাখছি। এ সময় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল্লাহ তালুকদার এবং শামীম কবিরসহ জামায়াতে নেতৃবৃন্দ।