মাগুরা সদরের রাজারামপুর গ্রামে সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে আজিরুল মুন্সি নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।

নিহতর পরিবারের অভিযোগ, রাজারামপুর এলাকায় সলেমান বিশ্বাস ও চঞ্চল বিশ্বাসের দুটি সামাজিক দল রয়েছে। এ দলের নেতারা মাঝে মাঝেই বাকবিতন্ডায় রুপ নেয়। এর সুত্র ধরে শনিবার বিকেলে স্থানীয় আলমখালী বাজারে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

ঐদিন রাত সাড়ে ৯টার দিকে আজিরুল আলমখালী বাজারে তার ডেকোরেটরের দোকান থেকে বাড়ি ফিরছিল। পথে গৌরিচরন মসজিদ এলাকায় পৌছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের সলেমানের লোকজন তার মোটরসাইকেল গতিরোধ করে মাটিতে ফেলে আহত করে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।